1. admin2@channelbanglabd.com : admin :
  2. admin@channelbanglabd.com : admin :
  3. romimkhan2024@gmail.com : khanromim :
  4. kmsobuj.myreportjtv@gmail.com : kmsobuj.myreportjtv@gmail.com :
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসি চাইলেন মমতা!

চ্যানেল বাংলা ডেস্কঃ
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১২৬ Time View

আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে দোষীর ফাঁসি চাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে ফাঁসির বিরোধী। কিন্তু এই ন্যক্কারজনক অপরাধের ঘটনায় কোনও ক্ষমা হয় না, দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন বলে মত তার।আরজিকর মেডিক্যাল কলেজের চিকিত্‍সক- পড়ুয়ার হাড়হিম করা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শিউরে উঠেছে সবাই। ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এমনকি দিল্লিতেও গড়িয়েছে এই ন্যক্কারজনক ঘটনার জল।দিল্লি এইমসের তরফে এই ঘটনায় তীব্র ধিক্কার জানানো হয়েছে। দোষীর গ্রেফতার ও শাস্তির দাবিতে সোচ্চার হয়ে মাঠে নেমেছে বিরোধী দলগুলিও। শুক্রবার দেহ উদ্ধারের পরই মৃতার বাবা-মায়ের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক না কেন, কাউকে ছাড়া হবে না বলে, মৃতার বাবা-মাকে আশ্বস্ত করেন তিনি। তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত আর জি মেডিক্যাল হাসপাতাল চত্বর।  জুনিয়র চিকিৎসক এবং নার্সিং পড়ুয়াদের বিক্ষোভে প্রায় ব্যাহত কলকাতার সরকারি হাসপাতালের পরিষেবা।শনিবার সকাল থেকে কাজ করছেন না জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালে বিক্ষোভ মিছিল করেন নার্সিং পড়ুয়াদের। তাদের সকলের হাতে প্ল্যাকার্ড। ‘অভিযুক্তের শাস্তি চাই’ বলেই দাবি জুনিয়র চিকিৎসকদের। আবার নিরাপত্তার দাবিতে সরব নার্সিং পড়ুয়ারা। আর জি কর হাসপাতাল সুপারের পদত্যাগের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার সকালে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় । সেই সময় তার পোশাক ছিল অবিন‌্যস্ত। আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই  সঞ্জয় রায় নামে কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, গভীর ঘুমের মধ্যেই আরজিকরের ওই চিকিত্‍সক-পড়ুয়াকে ধর্ষণ করে অভিযুক্ত। মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত সঞ্জয় রায়। সাংবাদিক বৈঠকে করে কলকাতা পুলিশ কমিশনার  বিনীত গোয়েল জানান – ‘অপরাধী যে-ই হোক না কেন, আমাদের কাছে সে একজন অপরাধী। ধর্ষণ ও খুনের ধারায় মামলা রুজু হয়েছে। যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। এটা যৌন নিগ্রহের পর খুনের ঘটনা। অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা। আমরা দুঃখিত। আমরা পরিবার ও চিকিত্‍সকদের সঙ্গে আছি। তদন্তের স্বার্থে যা যা করা প্রয়োজন, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সবটুকু করা হবে। তারপরেও যদি পরিবারের অন্য কোনও এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি থাকে, তাতে আমাদের কোনও আপত্তি নেই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Channel Bangla Madia Lim.