পাসপোর্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান খুব একটা ভালো নেই। তবে ২০২৪ সালের প্রথম প্রান্তিকের হিসেব থেকে জানা গেছে বাংলাদেশের উন্নয়ন না হলেও অবনমনও হয়নি। তবে এদিকে, বাংলাদেশি পাসপোর্টে বিনা ভিসায় ভ্রমণ করা যায় এমন দেশের সংখ্যা গেল বছরের তুলনায় কিছুটা বেড়েছে।
আগের ৪০ ছিল দেশ, এবার ৪২ দেশে ভিসার ঝক্কি ছাড়াই ঘুরতে পারবে বাংলাদেশের নাগরিকরা। নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে, আফ্রিকার দেশ কেনিয়া ও ওশেনিয়ার কিরিবাতি।
এশিয়ার ৬টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারে বাংলাদেশের নাগরিকরা। এছাড়াও দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৮টি দেশ ও অঞ্চলে বাংলাদেশের নাগরিকদের আগাম ভিসা নেওয়ার দরকার পড়ে না।
ওশেনিয়ায় কুক আইল্যান্ড, ফিজি, মাইক্রোনেশিয়া, নুউয়ে, সামোয়া, টুভালু, ভানুয়াতু কিরিবাতিতে লাগবে না আগাম ভিসা।
Leave a Reply