পুলিশ কর্তৃক সেনাসদস্যকে লাঞ্চিতের প্রতিবাদ জানালো রাওয়া ক্লাব। প্রতিবাদে বলা হয় গত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে রাত্রি আনুমানিক ১০ ঘটিকার সময় ঢাকার গুলশান-২ এর গোলচত্ত্বরের সন্নিকটে বাংলাদেশ সেনাবাহিনির কর্মরত জনৈক কর্মকর্তা এবং তাঁর পরিবার গুলশান জোনের এসিসোহেল রানা নেতৃত্বে পরিচালিত পুলিশের টহল দল কর্তৃক মৌখিক ও শারীরিকভাবে লাঞ্চিত হন এবং এরই ধারাবাহিকতায় প্রচলিত আইনে দোহাই দিয়ে উল্লেখিত কর্মকর্তা এবং তার পরিবারকে গুলশান থানায় যেতে বাধ্য করা হয়।ফ্যাসিস্ট আওয়ামি সরকার পতনের পর নতুন বাংলাদেশ মিনির্মানে ছাত্র-জনতার পাশা-পাশি দেশের গর্বিত সেনাবাহীনি নিরলস পরিশ্রম করে চলেছে।এছাড়াও দেশ প্রেমিক সেনাবাহিনী ভেঙে পড়া আইন-শৃংখলা পরিস্থিতি সহনীয়করণের পাশাপাশি বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর পুলিশবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। দেশের এমন এক ক্রান্তিলগ্নে সেনাবাহিনীর কর্মরত কর্মকর্তা এবং তার পরিবারের ওপর পুলিশের এই জঘন্য এবং বর্বর আচরন এক গভীর ষড়যন্ত্রের অংশ,যা ছাত্র-জনতার বিগত অর্জনকে নস্যাৎ করার অভিপ্রায়ে সুকৌশলে পরিচালিত হচ্ছে।আমরা, রিটায়ার্ট আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর সকল সদস্য এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গুলশান জোনের পুলিশের এসি সোহেল রানাসহ এই জঘন্য অপরাধের সাথে জড়িত সকল পুলিশ সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।অন্যথায় সংশ্লিষ্ট সকলের জন্য পরবর্তীতে আরও অধিক অনাকাঙ্খিত এবং বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা অমূলক নয়।
Leave a Reply