1. admin2@channelbanglabd.com : admin :
  2. admin@channelbanglabd.com : admin :
  3. romimkhan2024@gmail.com : khanromim :
  4. kmsobuj.myreportjtv@gmail.com : kmsobuj.myreportjtv@gmail.com :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

দায়িত্ব শেষে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯ Time View

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদের ওপর যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব অর্পণ করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবো। তারা দেশ চালাবে।’শনিবার নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, এটা অন্তর্বর্তী সরকার। একটা বিশেষ পরিস্থিতিতে আমাদের ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমরা সেটা নিতে রাজি হয়েছি। যারা এই বিজয় অর্জন করেছেন, তাদের কিন্তু কিছু দাবি-দাওয়া আছে। তারা কিছু রিফর্ম (সংস্কার) চায়। যে রিফর্মগুলো করতে আমাদের দায়িত্ব দিয়েছেন। আমি মনে করি না যে সবকিছু একদিনে অর্জন করা সম্ভব। সেটা সম্ভব না, সময় লাগে সবকিছুতে। মৌলিক রিফর্ম অর্থাৎ রিফর্মের পথ থেকে যাতে সরে না যায়, এইটুকু পথের ব্যবস্থা করে দিই।’সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, সেটা হলো ১০ বছর, ১৫ বছর অথবা ২০বছর পরে ছেলে-মেয়েদের যাতে রাস্তায় নেমে আবারও জীবন দিতে না হয়। এই দায়িত্ব আপনাদের ওপর থাকবে। আপনারা সেই দায়িত্বটা পালন করবেন।’ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মো. তৌহিদ হোসেন বলেন, ‘সমতা ও সম্মানের ভিত্তিতে আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই। আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। অনেকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, যেহেতু সরকার পরিবর্তনের পর ভারতের সঙ্গে একটা অস্বস্তিকর পরিস্থিতি ছিলো।’তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে ভালো সম্পর্ক চাই। দুইপক্ষের স্বার্থ আছে, আমরা সেই স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবো।’ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যে অস্বস্তি রয়েছে সেটা কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Channel Bangla Madia Lim.